বিস্তারিত
* বন্দীদের কারাগারে গ্রহণ ।
* বন্দীদের আদলতের আদেশমতে মুক্তি প্রদান ।
* সাজার মেয়াদ শেষে সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্তি প্রদান ।
* বন্দীদের দেখা সাক্ষাতের ব্যবস্থা করন ।
* বন্দীদের খাদ্য, আবাসন ও চিকিৎসার বন্দোবস্থ করণ ।
* বন্দীদের সংশোধন কার্যক্রম গ্রহণ ।
* বন্দীদের বিভিন্ন ট্রেডে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান ।
* বন্দীদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উদ্বুধ করণ ও তাদের চরিত্র গঠন ।
* অসহায় বন্দীদের আইনগত সহায়তা প্রদান ।
* বন্দীদের মামলা পরিচালনার স্বার্থে ওকালতনামায় তাদের সাক্ষর গ্রহণের ব্যবস্থা করণ
* দর্শনার্থীদের অভিযোগ শ্রবন ও তার সমাধান করা ।
* নিরক্ষর বন্দীদের সাক্ষরজ্ঞান প্রদানের ব্যবস্থা করণ ।
* বন্দীদের শারীরিক ও মানসিক সুস্থ্যতার জন্য বিভিন্ন ধরনের ইনডোর/আউটডোর খেলাধুলার ব্যবস্থা করা ।
* বন্দী, কর্মকর্তা/কর্মচারীদের বিধিমতে প্রাপ্য সুযোগ সুবিধা ও প্রয়োজনীয় তথ্য (প্রদানযোগ্য) প্রাপ্তির নিশ্চিত করণ ।