Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দিনাজপুর জেলা কারাগারের কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না। সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে। 


শিরোনাম
সেবার তালিকা
বিস্তারিত
* বন্দীদের কারাগারে গ্রহণ ।
* বন্দীদের আদলতের আদেশমতে মুক্তি প্রদান ।
* সাজার মেয়াদ শেষে সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্তি প্রদান । 
* বন্দীদের দেখা সাক্ষাতের ব্যবস্থা করন । 
* বন্দীদের খাদ্য, আবাসন ও চিকিৎসার বন্দোবস্থ করণ ।
* বন্দীদের সংশোধন কার্যক্রম গ্রহণ । 
* বন্দীদের বিভিন্ন ট্রেডে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান । 
* বন্দীদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধে উদ্বুধ করণ ও তাদের চরিত্র গঠন । 
* অসহায় বন্দীদের আইনগত সহায়তা প্রদান । 
* বন্দীদের মামলা পরিচালনার স্বার্থে ওকালতনামায় তাদের সাক্ষর গ্রহণের ব্যবস্থা করণ
* দর্শনার্থীদের অভিযোগ শ্রবন ও তার সমাধান করা । 
* নিরক্ষর বন্দীদের সাক্ষরজ্ঞান প্রদানের ব্যবস্থা করণ । 
* বন্দীদের শারীরিক ও মানসিক সুস্থ্যতার জন্য বিভিন্ন ধরনের ইনডোর/আউটডোর খেলাধুলার ব্যবস্থা করা ।
* বন্দী, কর্মকর্তা/কর্মচারীদের বিধিমতে প্রাপ্য সুযোগ সুবিধা ও প্রয়োজনীয় তথ্য (প্রদানযোগ্য) প্রাপ্তির নিশ্চিত করণ ।